রাঙ্গামাটির দেপ্পোছড়ি এলাকায় গাছের ট্রাকে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, চালক গুলিবিদ্ধ, প্রতিবাদে বিক্ষোভ

0
140

চট্টগ্রাম প্রধান সড়কের দেপ্পোছড়ি এলাকায় চলন্ত গাছের ট্রাকে গুলিবর্ষণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ ঘটনায় গাড়ীর চালক শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছে।

আজ সকাল ৯টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ধেপ্পোছড়ি এলাকার সড়কে পাহাড় উঠার সময় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে গুলি করে। এতে গাড়ীর চালকের বামপায়ে গুলিবিদ্ধ হয় ও গাড়ির দুইটি চাকা ফেটে যায়।

এসময় স্থানীয় ড্রাইভারা আহত চালককে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।

রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সন্ত্রাসীরা চলন্ত ট্রাকে গুলিবর্ষণ করে। এতে ট্রাক চালক শহিদুল ইসলামের বামপায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ গিয়ে ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এলাাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।

রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আজম খান বলেন, বার বার আমাদের কাঠ বোঝাই ট্রাককে লক্ষ্য করে গুলি করছে। সন্ত্রাসীরা রাঙ্গামাটির কাঠ ব্যবসাকে ধ্বংস করার জন্য পায়তারা শুরু করেছে। তিনি বলেন, ৬ আগেও ট্রাকে গুলি করেছে আমরা যোগাযোগ করার চেস্টা করেছি রাঙ্গামাটি বিভিন্ন আঞ্চলিক সংগঠন, জেএসএস, ইউপিডিএফ, গণতান্ত্রিক, জেএসএস সংস্কার সহ বিভিন্ন উপজাতীয় আঞ্চলিক সংগঠনের সাথে তারা কেউ স্বীকার করেনি কে গুলি করেছে। প্রশাসনকে জানিয়েছি প্রশাসন বলছে চাঁদা না দেয়ার জন্য। আবার গুলি করলো এটা কিসের আলামত। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের কাছে দাবী জানান তিনি।

এদিকে রাঙ্গামাটি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী বলেন, বার বার আমাদের ট্রাককের উপর সন্ত্রাসীরা গুলি চালাচ্ছে। ৭ মাসের মধে ২ বার একই জায়গাতে ট্রাকে গুলি করা হয়েছে। আজ আমাদের ড্রাইভার গুরত্বর আহত হয়েছে। আমাদের ট্রাক ও শ্রমিকের জীবনের নিরাপত্তা কে দিবে। এখন যদি শ্রমিকরা কাজ না করে তাহলে রাঙ্গামাটি অচল হয়ে যাবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানিয়ে বলেন, মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের সন্ত্রাসীরা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য দাবী জানান তিনি।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটি শহরের ট্রাক টার্মিনালের সামনে গাড়ির চালক ও শ্রমিকরা সড়কে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় সশস্ত্র সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতারের দাবী জানান তারা। অন্যদিকে যেই এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রæত গ্রেফতার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশস্ত করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.