রাঙামাটিতে জল উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হলো পাহাড়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব

0
20
রাঙ্গামাটির জলকেলী উৎসব

পক্ষকাল ব্যাপী পাহাড়ের বৃহৎ সামাজিক উৎসব সমাপ্তি হয়ে গেল রাঙ্গামাটির জলকেলী উৎসবের মাধ্যমে। এই উৎসবকে বিজু সাংগ্রাই বৈসু, বিষু বিহু চাং ক্রান পাতা নামে ভিন্ন ভিন্ন জাতিরা নাম দিয়ে থাকে। রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার পাহাড়ে বর্ষবিদায় এবং বর্ষবরণ উপলক্ষে পাহাড়ী জনগোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যাসহ ১৪টি গোষ্ঠী নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

রাঙ্গামাটি জল উৎসবে বক্তব্য রাখেন সুপ্রদীপ চাকমা

শনিবার মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসবের মাধ্যমে শেষ হলো পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই বা জলকেলি উৎসব। পুরাতন বছরের সকল গ্লানি ফেলে নতুন বছরের শুভ কামনায় এ আয়োজন করা হয় প্রতিবছর। আজ রাঙামাটি ষ্টেডিয়ামে পানি খেলা ও নাচে গানে মেতে ছিলো মারমা সম্প্রদায়ের লোকজনের সাথে বিভিন্ন সম্প্রদায়ের হাজারো মানুষের মিলন মেলায় মুখরিত উৎসবে।

রাঙ্গামাটির জলকেলী উৎসবে তোলা ছবি

মারমাদের অন্যতম সামাজিক উৎসব হলো সাংগ্রাই।  মুলত পুরোনকে ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানানো জন্য এই সাংগ্রাই উৎসব এর আয়োজন করা হয়। উৎসব উপলক্ষ্যে মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) এর উদ্যােগে সকাল ১১ ঘটিকায় রাঙামাটির মারী স্টেডিয়ামে আয়োজন করা হয় সাংগ্রাই জল উৎসবের ফিতা কেটে জল উৎসবের উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

রাঙ্গামাটির জলকেলী উৎসবে তোলা ছবি

মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) একাংশের সভাপতি থোয়াই সুই খই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনসহ আরও অনেকেই। অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আংশগ্রহনের করেছেন।

রাঙ্গামাটির জলকেলী উৎসবে তোলা ছবি
এই উৎসবে শত শত পাহাড়ী নারী পুরুষ ছাড়াও সমতল হতে আগত লোকজন যোগ দেন। তাদের পরনে ছিলো নানান রং এর পোশাক। নেচে গেয়ে একে অপরের গায়ে পানি ছিটিয়ে তারা উৎসব পালন করেন।
 

একদিকে বিশালাকার মঞ্চে মারমা শিল্পীদের মনোমুগ্ধকর গান আর নাচ চলছিলো আর অন্যদিকে মারমা তরুন তরুণীরা একে অপরের গায়ে জল ছিটিয়ে দিচ্ছিলো।

রাঙ্গামাটির জলকেলী উৎসবে তোলা ছবি
অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমরা সবাই চাই, পার্বত্য এলাকার সব জাতিগোষ্ঠী যারা আছে, আপনারা আমাদের ওপর নির্ভর করুন। এই এলাকায় শান্তি ফিরে আসুক। যেন কোনো ভেদাভেদ না থাকে। আমরা সবাই বাংলাদেশী, এখানে বৃহত্তর, ক্ষুদ্র বলতে কিছু নেই।

রাঙ্গামাটির জলকেলী উৎসবে আইডল সংগীত শিল্পী মংয়ের তোলা ছবি
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, খাগড়াছড়ি অপহরণ ৫ শিক্ষার্থীদের সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। আশা করি তারা দ্রুত উদ্ধার হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.