ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দীর্ঘ ১৭ মাস পর ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের ১৭৯ রানের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে ৩ উইকেট শিকার করেছেন রিশাদ। আর এতেই ওয়ানডেতে দুটি নতুন রেকর্ড গড়েছে এই লেগ স্পিনার।
মিরপুরের স্পিন স্বর্গে তিন ম্যাচেই বল হাতে দাপট দেখিয়েছেন রিশাদ। দুর্দান্ত বোলিংয়ে এই সিরিজে ১২ উইকেট তুলে নিয়েছেন তিনি। আর তাতেই পেছনে ফেলেন আফগান অলরাউন্ডার রিশাদ খান ও দেশের সাবেক ক্রিকেটার আরাফাত সানিকে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ১২ উইকেট নিয়ে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এতদিন এই রেকর্ডটি ছিল রশিদ খানের দখলে, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে ১১ উইকেট শিকার করেছিলেন। রিয়াদ ১২ উইকেট নিয়ে তাকে টপকে গেলেন।
এ ছাড়াও দেশের হয়েও নতুন রেকর্ড স্থাপন করলেন। বাংলাদেশের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনারদের মধ্যে আরাফাত সানির নেওয়া সর্বোচ্চ উইকেটের রেকর্ডও ভেঙে দিয়েছেন রিশাদ। আরাফাত সানি ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন, এবার রিশাদ তাকে ছাড়িয়ে গেলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রিশাদ একাই ৬ উইকেট শিকার করে দলকে বিশাল জয় এনে দিয়েছিলেন। পরের ম্যাচে ৩টি উইকেট আর সিরিজ নির্ধারণী ম্যাচে শিকার করেছেন ৩ উইকেট। তার এই ১২ উইকেটের পারফরম্যান্সই বাংলাদেশের সিরিজ জয়ের মূল ভিত্তি তৈরি করে দেয়।