রংপুর সিটির ৫৮ কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টি এগিয়ে

0
169
চলছে ইভিএম যন্ত্রে ভোট গণনা। ছবিটি রংপুর নগরের কেল্লাবন্দ হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে তোলা। ২৭ ডিসেম্বর

আজ মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন ৫৮টি কেন্দ্রের সমন্বিত ফলাফল ঘোষণা করেন। এসব কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৫ হাজার ৬৮৩টি। এর মধ্যে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান পেয়েছেন ৩৩ হাজার ৩৭৭ ভোট৷ ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পেয়েছেন ১২ হাজার ৩২৪।

স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লতিফুর রহমান ৮ হাজার ৪০ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা (ডালিয়া) ৫ হাজার ৭৪৯ ভোট পেয়ে বেশ পিছিয়ে আছেন।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আজ সকাল সাড়ে আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ভোটারের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৬৯। সিটি নির্বাচনে ২২৯টি কেন্দ্রের ১ হাজার ৩৪৯টি কক্ষে ভোট গ্রহণ হয়। মেয়র পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জাসদ, খেলাফত মজলিস, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস এবং দুজন স্বতন্ত্রসহ মোট ৯ জন প্রার্থী রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.