রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় বিজিবির একটি টহল গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার আমাশু কুকরুল কেন্দ্রে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগণনা শেষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এসময় ঘটনাস্থল থেকে কাউন্সিলর হারাধন রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এবারের নির্বাচনেও তিনি কাউন্সিলর প্রার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফল ঘোষণাকে কেন্দ্র করে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী হারাধন রায় এবং মিষ্টি কুমড়া প্রতীকের অপর কাউন্সিলর প্রার্থী একরামুল হকের কর্মী-সমর্থকদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এসময় উভয় পক্ষের উত্তেজিত কর্মী-সমর্থকরা বিজিবির টহলরত একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট ধরে চলা তাদের এই তাণ্ডব নিয়ন্ত্রনে আনে। পরে উভপক্ষের কর্মী-সমর্থকরা জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হাসেন জানান, ৪ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকরা ফলাফল ঘোষণার পর উত্তেজিত হয়ে নির্বাচনী কাজে ব্যবহৃত বিজিবির একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে।
এ ঘটনার সঙ্গে জড়িত কাউন্সিলর হারাধনকে রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।