গুন্ডোগানের কাছে হারল ম্যানইউ, এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

0
146
এফএ কাপের শিরোপা নিয়ে ম্যানসিটির উদযাপন। ছবি: এএফপি

প্রচ্ছন্ন এক হুমকি দিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বলেছিল- ২৪ বছর আগে জেতা ট্রেবলে ম্যানচেস্টার সিটিকে ভাগ বসাতে দেবে না।

কিন্তু ম্যানসিটির দুই মিডফিল্ডার ইলকে গুন্ডোগানও কেভিন ডি ব্রুইনির কাছে হেরেই গেলো এরিক টেন হ্যাগের দল।

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ২-১ গোলে জিতে এফএ কাপের চ্যাম্পিয়ন হয়েছে সিটিজেনরা। মৌসুমে ডাবল শিরোপা জিতে এখন ট্রেবল হতে এক পা দূরে পেপ গার্দিওয়ালার দল।

গোল মিস করে হতাশ ম্যানইউ-এর গার্নাচো। ছবি: এএফপি

এফএ কাপের ফাইনালে ১২ সেকেন্ডে গোল করেন ম্যানসিটির ইলকে গুন্ডোগান। শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় কম কময়ে গোল করার রেকর্ড গড়েন তিনি।

জার্মান মিডফিল্ডারের করা ওই গোল প্রথমার্ধেই শোধ করে ম্যানইউ। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ম্যানইউ-এর পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।

জোড়া গোল করে ম্যানসিটির জয়ের নায়ক গুন্ডোগান। ছবি: এএফপি

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যানসিটি। এবারও বল জালে পাঠান গুন্ডোগান। তার দুই গোলেই সহায়তা দিয়েছেন বিশ্বের অন্যতম মিডফিল্ডার খ্যাত কেভিন ডি ব্রুইনি। নির্ধারিত সময়ে জয় তুলে নেয় সিটিজেনরা।

শেষ বাঁশির পর ম্যানসিটির উদযাপন। পাশে দাঁড়িয়ে হতাশ রাশফোর্ড। ছবি: এএফপি

এর আগে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ ঘরে তুলেছে। এবার এফএ কাপ জিতল। আগামী ১১ জুন রাতে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে গার্দিওয়ালার ম্যানসিটি। ওই ফাইনাল জিতলেই ১৯৯৮-১৯৯৯ মৌসুমের পর প্রিমিয়ার লিগের একমাত্র দল হিসেবে ট্রেবল জিতবে সিটিজেনরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.