যৌনকর্মীর চরিত্রে চমকে দেওয়া সেই ম্যাডিসনই হলেন সেরা অভিনেত্রী

0
8
মাইকি ম্যাডিসন। রয়টার্স

‘আনোরা’য় তরুণ যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন ২৫ বছর বয়সী মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। ক্যারিয়ারের শুরুর দিকেই জটিল একটি চরিত্রে পর্দায় সফল রূপায়ণ করে সমালোচকদের প্রিয়পাত্র বনে গেছেন তিনি।

মাইকি ম্যাডিসন। রয়টার্স
মাইকি ম্যাডিসন। রয়টার্স

শন বেকারের সিনেমার জন্য এবার ম্যাডিসন জিতলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। আজ সকালে লস অ্যাঞ্জেলেসের ডবলি থিয়েটারে শুরু হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। সেখানেই ম্যাডিসনের হাতে পুরস্কর তুলে দেওয়া হয়।

ডেমি মুর (‘দ্য সাবস্ট্যান্স’), ফিরনান্দা তোরেস (‘আই অ্যাম স্টিল হেয়ার’), কারলা সোফিয়া গ্যাসকোনকে (‘এমিলিয়া পেরেজ’) মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতলেন ম্যাডিসন।

কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। দুজন বিয়ে করে, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প।

‘আনোরা’র দৃশ্য। আইএমডিবি
‘আনোরা’র দৃশ্য। আইএমডিবি

এ সিনেমায় অভিনয় নিয়ে এর আগের ভ্যারাইটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ম্যাডিসন বলেছিলেন, ‘শুরুতে আমি শারীরিক চ্যালেঞ্জটিকেই গুরুত্ব দিয়েছিলাম। কারণ, চরিত্রটি ছিল একজন ড্যান্সারের।’

সিনেমাটির প্রেক্ষাপট নিউইয়র্কের ব্রুকলিন। সেখানে রাশিয়া থেকে আসা অনেক মানুষের বাস। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে শুটিংয়ের কয়েক মাস আগেই ব্রুকলিনে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

তখন তিনি স্থানীয় দোকান, রেস্তোঁরা, ক্লাবে নিয়মিত ঢুঁ মারতেন। স্থানীয় মানুষের আচরণ লক্ষ করতেন। বিশেষভাবে খেয়াল করতেন, তাঁদের উচ্চারণ। মাইকি জানান, শুটিংয়ের আগে ব্রুকলিন সফর তাঁকে অনেক কিছু শিখিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.