ভালোবাসার মাস ফেব্রুয়ারি। এই মাসজুড়ে নানাভাবে ভালোবাসার বিভিন্ন দিবসকেন্দ্রিক প্রকাশ ঘটান প্রেমিক যুগলেরা। আর এমন দিনে তারকারাও মন দেওয়া-নেওয়ার ধারাবাহিকতার নানা পর্যায়ে আছেন বলে বাতাসে ভাসতে থাকে খবর। বলিউডের অনেক জুটি মাত্র ঘনিষ্ঠ হয়ে উঠছেন বলে শোনা যায়। আবার অনেকে বেশ কিছুদিন ধরে প্রেমে ডুবে থাকলেও ডুবে ডুবেই জল খাচ্ছেন। অর্থাৎ সেভাবে সবার সামনে আনছেন না নিজেদের সম্পর্কের কথা। সাম্প্রতিক সময়ে যেসব বলিউড তারকার এমনতর বাতাসে বহিছে প্রেম, তাঁদের গল্পগুলো জেনে নেই চলুন। ছবিগুলো তারকাদের ইনস্টাগ্রাম থেকে নেওয়া।






