যে তারকাদের বাতাসে বহিছে প্রেম

0
15
যে তারকাদের বাতাসে বহিছে প্রেম

ভালোবাসার মাস ফেব্রুয়ারি। এই মাসজুড়ে নানাভাবে ভালোবাসার বিভিন্ন দিবসকেন্দ্রিক প্রকাশ ঘটান প্রেমিক যুগলেরা। আর এমন দিনে তারকারাও মন দেওয়া-নেওয়ার ধারাবাহিকতার নানা পর্যায়ে আছেন বলে বাতাসে ভাসতে থাকে খবর। বলিউডের অনেক জুটি মাত্র ঘনিষ্ঠ হয়ে উঠছেন বলে শোনা যায়। আবার অনেকে বেশ কিছুদিন ধরে প্রেমে ডুবে থাকলেও ডুবে ডুবেই জল খাচ্ছেন। অর্থাৎ সেভাবে সবার সামনে আনছেন না নিজেদের সম্পর্কের কথা। সাম্প্রতিক সময়ে যেসব বলিউড তারকার এমনতর বাতাসে বহিছে প্রেম, তাঁদের গল্পগুলো জেনে নেই চলুন। ছবিগুলো তারকাদের ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

শাহরুখ-তনয়া সুহানা খানের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে বচ্চন পরিবারের নাতি অগস্ত্য নন্দার
শাহরুখ-তনয়া সুহানা খানের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে বচ্চন পরিবারের নাতি অগস্ত্য নন্দার

বিচ্ছেদের খবর হাওয়ায় মিলিয়েছে কিছুটা। এরপরই অনন্যা পাণ্ডেকে দেখা যাচ্ছে প্রাক্তন মডেল ও পশুপাখিপ্রেমী ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে
বিচ্ছেদের খবর হাওয়ায় মিলিয়েছে কিছুটা। এরপরই অনন্যা পাণ্ডেকে দেখা যাচ্ছে প্রাক্তন মডেল ও পশুপাখিপ্রেমী ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে

লেখক ও পরিচালক রাহুল মোদীর সঙ্গে এমন সব প্রেমময় স্টোরি শেয়ার করেন শ্রদ্ধা কাপুর
লেখক ও পরিচালক রাহুল মোদীর সঙ্গে এমন সব প্রেমময় স্টোরি শেয়ার করেন শ্রদ্ধা কাপুর
লাস্যময়ী মডেল লারিসা বনেসির সঙ্গে প্রেমে জড়িয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান- এমন বলছেন অনেকেই
লাস্যময়ী মডেল লারিসা বনেসির সঙ্গে প্রেমে জড়িয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান- এমন বলছেন অনেকেই
নিজেই মুখ ফসকে বলে ফেলেন প্রিয় মানুষটির নাম জাহ্নবী কাপুর। তিনি পোলো খেলোয়াড় শিখর পাহাড়িয়া
নিজেই মুখ ফসকে বলে ফেলেন প্রিয় মানুষটির নাম জাহ্নবী কাপুর। তিনি পোলো খেলোয়াড় শিখর পাহাড়িয়া
নবাবপুত্তুর ইব্রাহিম আলী খানের সঙ্গে অনেকদিন ধরেই জুড়ে আছে পলক তিওয়ারির নাম
নবাবপুত্তুর ইব্রাহিম আলী খানের সঙ্গে অনেকদিন ধরেই জুড়ে আছে পলক তিওয়ারির নাম
বচ্চনদের দুলালী নব্যা নাভেলি নন্দা কি আসলেই ইশান খাত্তারের সঙ্গে প্রেম করছেন? কেউ বলছেন না স্পষ্ট করে
বচ্চনদের দুলালী নব্যা নাভেলি নন্দা কি আসলেই ইশান খাত্তারের সঙ্গে প্রেম করছেন? কেউ বলছেন না স্পষ্ট করে
তৃপ্তি দিমরির নতুন লাভ ইন্সটারেস্টের নাম স্যাম মার্চেন্ট। পেশায় ব্যবসায়ী।
তৃপ্তি দিমরির নতুন লাভ ইন্সটারেস্টের নাম স্যাম মার্চেন্ট। পেশায় ব্যবসায়ী।
ভক্তদের পছন্দের শীর্ষে আছে এই বলিউড কাপল। তবে খুশি কাপুর বা ভেদাং রায়না কেউই এখনো নিশ্চিত করছেন না বিষয়টি অফিসিয়ালি
ভক্তদের পছন্দের শীর্ষে আছে এই বলিউড কাপল। তবে খুশি কাপুর বা ভেদাং রায়না কেউই এখনো নিশ্চিত করছেন না বিষয়টি অফিসিয়ালি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.