মুক্তি পেল বাঁধন অভিনীত ‘খুফিয়া’, ওটিটিতে যে পাঁচটি সিনেমা–সিরিজ না দেখলেই নয়

0
107
খুফিয়ার একটি দৃশ্যে আজমেরী হক বাঁধন।

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

খুফিয়া
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমাটি নিয়ে বাংলাদেশি দর্শকের আগ্রহের বড় কারণ আজমেরী হক বাঁধনের উপস্থিতি। এ ওয়েব ফিল্মটি দিয়েই হিন্দি সিনেমায় অভিষেক হলো অভিনেত্রীর।

‘খুফিয়া’র ট্রেলারে বাঁধন।

‘খুফিয়া’র ট্রেলারে বাঁধন। ছবি : ভিডিও থেকে নেওয়া

তারকাবহুল এ সিনেমায় আরও আছেন টাবু, আলী ফজল, ওয়ামিকা গাব্বি, আশীষ বিদ্যার্থী। স্পাই-থ্রিলার ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে অমর ভূষণের লেখা উপন্যাস ‘এস্কেপ টু নোহয়ার’ অবলম্বনে।

‘খুফিয়া’র ফার্স্ট লুক টিজারে দেখা গেল বাঁধনকে

কিছুদিন আগে মুক্তি পাওয়া সিনেমাটির ট্রেলারে দেখা যায়, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সংস্থার তথ্য পাচার নিয়ে চিন্তিত। সংস্থার মধ্যে থাকা তথ্য পাচারকারীকে ধরতে দায়িত্ব দেওয়া হয় কৃষ্ণা মেহরাকে (টাবু)। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে গল্প। আগে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন প্রথম আলোকে জানিয়েছেন, সিনেমাটিতে তাঁর চরিত্রের দৈর্ঘ্য বেশি নয়; বেশির ভাগ দৃশ্যই টাবুর সঙ্গে। গতকাল মুক্তি পেয়েছে সিনেমাটি।

গদার ২
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ৬ অক্টোবর
দুই দশকের বেশি সময় পর সিকুয়েল মুক্তি, কেমন হবে শঙ্কায় ছিলেন অনেকেই। সমালোচকেরা বেশি পাত্তা না দিলেও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে অনীল শর্মার সিনেমাটি।

‘গদার ২’–এর দৃশ্য।

‘গদার ২’–এর দৃশ্য। টুইটার

আগস্টে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৭০০ কোটি রুপি আয় করেছে, এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে। সানি দেওল, আমিশা প্যাটেল ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা, গৌরব চোপড়া প্রমুখ।

লোকি ২
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ৬ অক্টোবর
২০২১ সালে মুক্তির পর প্রশংসিত হয়েছিল মার্ভেল কমিকসের চরিত্র ‘লোকি’ অবলম্বনে নির্মিত সিরিজটি। দুই বছর পর আসছে সিরিজটির দ্বিতীয় কিস্তি।

‘লোকি’র পোস্টার।

‘লোকি’র পোস্টার। আইএমডিবি

আজ প্রথম পর্ব মুক্তির পর বাকি পাঁচ পর্ব পর্যায়ক্রমে মুক্তি পাবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। সিরিজটির স্রষ্টা মাইকেল ওয়ালড্রন। লোকি চরিত্রে আগের মতোই আছেন টম হিডলস্টোন।

ইনসিডিয়াস: দ্য রেড ডোর
‘প্যারানরম্যাল অ্যাকটিভিটি’, ‘গেট আউট’, ‘দ্য ইনভিজিবল ম্যান’ ইত্যাদি সিনেমা দিয়ে হরর সিনেমাপ্রেমীদের মনে জয়গা করে নিয়েছে প্রযোজনা সংস্থা ব্লামহাউস প্রোডাকশন। এবার তারা নিয়ে এসেছে অতিপ্রাকৃত হরর সিনেমা ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। এ ছবিটি দিয়েই পরিচালক হিসেবে অভিষেক হয়েছে অভিনেতা প্যাট্রিক উইলসনের। গত জুলাইয়ে ছবিটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে, এবার ঘরে বসেই ওটিটিতে উপভোগ করতে পারবেন দর্শকেরা। প্যাট্রিক উইলসন ছাড়াও ছবিটিতে আছেন রোজ বায়ার্ন, টাই সিমকিনস প্রমুখ।

জয় রাইড
ধরন: সিনেমা
স্ট্রিমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: ৬ অক্টোবর
এই কমেডি সিনেমাটি দিয়েই পরিচালনায় অভিষেক হয়েছে মালয়েশিয়ান চিত্রনাট্যকার, প্রযোজক অ্যাডেল লিমের। প্রেক্ষাগৃহে মুক্তির পর পাত্রপাত্রীদের অভিনয় ও কমেডির প্রশংসা করেন সমালোচকেরা। সিনেমাটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন অ্যাশলে পার্ক, শেরি কোলা, স্টেফানি সু প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.