ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে গাছবোঝাই একটি ট্রলি গাড়ির ধাক্কা লেগেছে। তবে গতি কম থাকায় ট্রাকটি কিছু দূরে ছিটকে গেলে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে ডুলাহাজারা-চকরিয়া সেকশনে এই দুর্ঘটনা ঘটে।
ডুলাহাজারা পার হয়ে চকরিয়া ঢোকার মুখে রেললাইনের উপর উঠে আসা গাছবাহী একটি ট্রলি গাড়িকে ধাক্কা দেয় কক্সবাজার এক্সপ্রেস। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
এ বিষয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলাল বলেন, ট্রেন আসার আগে স্থানীয় একটি নসিমন রেললাইনে উঠে আটকে যায়। ট্রেনের গতি কম থাকায় ট্রলিটি কিছুদূর হিঁচড়ে নিয়ে যায়। এ সময় ট্রলির চালক দৌড়ে চলে যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ট্রেনের চালক, স্টাফ ও স্থানীয়রা ট্রলিটি লাইন থেকে সরিয়ে দেন। ২৫ মিনিট পর কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।