বগুড়ায় ছুরিকাঘাতে শিক্ষক নিহত, ২ পুলিশ সদস্যসহ আহত ৩

0
106
অভিযুক্ত যুবক মেন্দি (মাঝে)

বগুড়া সদর থানার সামনে তুচ্ছ ঘটনায় অবসরপ্রাপ্ত এক শিক্ষক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক পথচারী আহত হন। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় অভিযুক্ত মেন্দি খায়রুলকে (৩০) আটক করেছে পুলিশ। তিনি শহরের ফুলবাড়ি এলাকার সম্রাট পিত্তিরাজের ছেলে।

নিহত শিক্ষক রেজাউল করিম পান্না বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন।

এ ঘটনায় আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসলতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহাদাৎ হোসেন গোলাম কিবরিয়া ও পথচারী আব্দুর রউফ।

এসব তথ্য জানিয়েছেন বগুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।

পুলিশের এ কর্মকর্তা জানান, থানার মোড়ে মেন্দি নামের ওই যুবক শিক্ষক পান্নাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এই সময় তাকে উদ্ধার করতে গেলে দুই পুলিশ সদস্য ও একপথচারী আহত হন। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে মেন্দিকে আটক করা হয়েছে।

ওসি নূরে আলম সিদ্দিকী আরও জানান, আটক মেন্দি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনি ওই শিক্ষককে হত্যা করেছেন। বাকিরা তাকে বাধা দিতে গেলে তাদেরও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.