যুক্তরাষ্ট্র-চীনের আর ‘সংঘাতে না জড়ানো’ উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্ক আগামীতে ‘দায়িত্ববোধের’ সঙ্গে পরিচালিত হবে। খবর: আল-জাজিরা, রয়টার্স
বুধবার সান ফ্রান্সিসকোয় এশিয়া প্যাসিফিক ইকনমিক কোঅপারেশন ফোরামের সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে চান। বৈঠকের পর মার্কিন-চীন সম্পর্ককে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ বলে অভিহিত করেছেন শি জিনপিং। তিনি বলেন, দুদেশের জনগণ ও বিশ্ববাসীর দায়িত্ব ভার তাদের কাঁধে। তাই চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুটি বড় দেশের একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া আর ঠিক হবে না। কারণ উভয় পক্ষকে দ্বন্দ্ব এবং সংঘর্ষের অসহনীয় পরিণতি ভোগ করতে হবে।