যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, চীন নয়: বেইজিং

0
197
যুক্তরাষ্ট্রের তৈরি এম৭৭৭ হোইৎজার কামান থেকে গোলা ছুড়ছেন ইউক্রেনের সেনারা

সি-এর সঙ্গে বৈঠক নিয়ে যা ভাবছেন পুতিন

সংবাদ সম্মেলনে চীনের এই মুখপাত্র বলেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র অস্ত্র দিচ্ছে, চীন নয়। যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের আগুনে ঘি ঢালা বন্ধ করতে হবে। আর ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক সমাধানে গঠনমূলক ভূমিকা রাখতে হবে।

এদিকে আজ মস্কো সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম দেশের বাইরে কোনো সফরে গেলেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বাড়াতে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে চীন। এরই অংশ হিসেবে সি মস্কো গিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মস্কো গেলেন সি চিন পিং, পুতিনের সঙ্গে বৈঠকে আলোচনায় থাকছে ইউক্রেন

মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন সি চিন পিং। তাঁর এই সফরে ইউক্রেন সংকট সমাধানের লক্ষ্যে বেইজিংয়ের দেওয়া নির্ধারিত প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.