যুক্তরাষ্ট্রে বাড়িতে বন্দুকধারীর হামলায় নিহত ৫

0
160
শুক্রবার রাত ১১টা ৩১ মিনিটে টেক্সাস অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বন্দুকধারীর হামলা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩১ মিনিটে টেক্সাস অঙ্গরাজ্যের  ক্লিভল্যান্ডে শহরে একটি বাড়িতে এ হামলা চালানো হয়। খবর ফক্স নিউজের।

প্রতিবেদনে বলা হয়, সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা হিউস্টন থেকে প্রায় ৫৫ মাইল উত্তরে অবস্থিত ছোট শহর ক্লিভল্যান্ডে হামলার ঘটনায় ফোন পান। পরে ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানায়, ক্লিভলেন্ডের একটি বাড়িতে এআর-১৫ রাইফেল দিয়ে ‍গুলি চালানো হয়েছে। এতে আট বছরের এক শিশু ও দুইজন নারীসহ পাঁচজন নিহত হন। নিহত দুই নারীকে জীবিত দুই শিশুকে আগলে ধরে রাখেন।

ক্লিভলেন্ডের কর্তৃপক্ষ বলছে, মেক্সিকান বংশোদ্ভূত এক ব্যক্তি গুলি চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। কর্মকর্তাদের ধারণা, ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন।

এর আগে গত ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীসহ সাতজন নিহত হন। এদের মধ্যে  তিন শিশু ও এক নারী রয়েছেন। ন্যাশভিল শহরের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.