যুক্তরাষ্ট্র সিরিজ এবং বিশ্বকাপ খেলতে গত বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দেশ ছেড়েছিলেন টাইগাররা। জানা গেছে, টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছে বাংলাদেশ দল।
শুক্রবার (১৭ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে শান্ত-লিটনদের যুক্তরাষ্ট্রে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
টাইগারদের প্রথম ব্যস্ততা শুরু হবে বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আগামী ২১ মে, ২৩ এবং ২৫ মে তিনটি টি-টোয়েন্টি হবে তাদের বিপক্ষে।
এরপর বিশ্বকাপের আগে ভারত ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দু’টি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে তারা। বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল।
আগামী ২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল।
পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে লাল-সবুজেরা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।