যুক্তরাষ্ট্রে উইলিয়াম-কেট, আজ বাইডেনের সঙ্গে সাক্ষাৎ

0
169
উইলিয়াম-কেট ও বাইডেনের

যুক্তরাষ্ট্র সফররত প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ শুক্রবার তাঁদের সঙ্গে বাইডেনের সাক্ষাৎ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বুধবার ব্রিফিংয়ে বলেন, আজ ডেমোক্রেটিক পার্টির ফান্ড সংগ্রহের জন্য উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বোস্টনে থাকবেন বাইডেন। এ সময় তিনি (প্রেসিডেন্ট) প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসকে অভ্যর্থনা জানানোর ইচ্ছা পোষণ করেছেন। তাঁদের সাক্ষাতের ব্যাপারে কাজ চলছে।

রানী এলিজাবেথের মৃত্যুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন। সেখানে তাঁরা আর্থশট পুরস্কার-২০২২ নামে পরিবেশবিষয়ক একটি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিকে যুক্তরাষ্ট্র সফরে গেলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সঙ্গে তাঁদের দেখা হওয়ার সম্ভাবনা কম। খবর এএফপির।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.