যুক্তরাষ্ট্রের সিনেটেও পাস হলো ঋণসীমা বাড়ানোর বিল

0
173
প্রেসিডেন্ট জো বাইডেনের ডেস্কে পাঠিয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিল প্রেসিডেন্ট জো বাইডেনের ডেস্কে পাঠিয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। বৃহস্পতিবার রাতে বিলটি সিনেটে পাস হয়।  সিনেটে বিলটির পক্ষে পড়ে ৬৩ ভোট ও বিপক্ষে ৩৬ ভোট। বাইডেন বলেছেন, তিনি বিলটি আইনে পরিণত করবেন।

এর আগে স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে কংগ্রেসে বিল পাস ‍হয়। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মধ্যে ভোটাভুটিতে ঋণসীমা বাড়াতে বিলের পক্ষে ভোট পড়ে ৩১৪টি। বিপক্ষে ভোট দিয়েছেন ১১৭ জন।

এর আগে হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলের ওপর এক ঘণ্টা বিতর্ক চলে। এতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতারা বক্তব্য দেন। এরপর ভোট শুরু হয়।

এদিকে বিল পাস হওয়ায় মার্কেটে স্বস্তি ফিরেছে। কারণ উদ্বেগ ছিল জাতীয় ঋণের সীমা না বাড়ালে ফেডারেল সরকার ঋণ গ্রহণ করতে পারবে না। এতে দেশটির কোষাগার শূন্য হয়ে যাবে। ফলে জুনের শুরুতেই দেশটি খেলাপি হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.