যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন মেসি

0
11
লিওনেল মেসি

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তাকে পদক প্রদান করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইজেন। এবার মেসি, হিলারি ক্লিনটনসহ ১৯জন বিশিষ্ট ব্যক্তি এই পদক পাচ্ছেন।

সমাজ, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি ও মানবকল্যাণে অনন্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। সেখানে লিওনেল মেসির অর্জনের শেষ নেই। সর্বোচ্চ ৮ বারের ব্যালন ডি’অর জয়, গোল্ডেন বুট জয়, দুইবার বিশ্বকাপের গোল্ডেন বল; মেসি শত শত পুরস্কারের মালিক।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্জন নিঃসন্দেহে তার শ্রেষ্টত্বের মুকুটে আরেকটা পালক যোগ করবে। কেননা এই পুরস্কারের বৈশ্বিক প্রভাব এবং গ্রহণযোগ্যতা ফুটবলের বাইরেও বিস্তৃত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.