সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মহড়ার সময় আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি উড়োজাহাজ। সংঘর্ষের পর একটি উড়োজাহাজ ভেঙে নিচে পড়ে যায়। বোয়িংটিও জ্বলন্ত অবস্থায় দূরে গিয়ে ছিটকে পড়ে।
ডালাসের মেয়র এরিক জনসন টুইটারে লিখেছেন, ‘আপনারা সবাই দেখেছেন, আমাদের শহরে উড়োজাহাজ মহড়ার সময়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখনো আমাদের কাছে বিস্তারিত বিবরণ আসেনি।’
বোয়িং বি-১৭ উড়োজাহাজটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সঙ্গে যুদ্ধে জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উড়োজাহাজটির। এর পর থেকে এ ধরনের উড়োজাহাজ প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছে। আর পি-৬৩ কিংকোবরাজাতীয় উড়োজাহাজও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম তৈরি করা হয়েছিল। এগুলো ব্যবহার করত সোভিয়েত রাশিয়া।