এবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ করলো প্রতিবেশী কানাডা। শুক্রবার (৪ এপ্রিল) ১৮৫টি দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের একদিন পরই এ ঘোষণা দেন কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গাড়ির ওপর নতুন এ শুল্ক আরোপিত হবে। তবে, এর আওতায় পড়বে না গাড়ির যন্ত্রাংশ; বাদ যাচ্ছে মেক্সিকোও।
আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির আওতাভুক্ত নয়, এমন ২৫ দশমিক ৩ বিলিয়ন ডলার সমমূল্যের আমদানিকৃত গাড়ির ওপর চাপানো হবে শুল্ক। বজায় থাকবে ওয়াশিংটনের ওপর আরোপিত পূর্ববর্তী শুল্ক।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্র যে পদ্ধতিতে আমাদের ওপর শুল্কারোপ করেছে, ঠিক একই পদ্ধতিতে আমরা তাদের থেকে আমদানি করা যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করছি। আমদানিকৃত যন্ত্রাংশের ওপর এর কোনো প্রভাব পড়বে না। এই শুল্কারোপের শেষ দেখতে লড়াই চালিয়ে যাবো।