গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। শুক্রবার ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বালুয়া তালতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের জব্বার আলীর ছেলে আব্দুল লতিফ (২৪) ও পলাশবাড়ী উপজেলার শ্রীকলা গ্রামের এনামুল হকের ছেলে রোহান মিয়া (২৪)। অপর দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার বালুয়া তালতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন।
পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, চার মরদেহ গোবিন্দগঞ্জ থানায় রয়েছে।