যশোর সদর উপজেলায় বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে অলিদ (২১) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বিরামপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার রাতের বিরামপুর ব্রিজের উপর কয়েকজন বাজি ফোটাচ্ছিল। এ সময় সেখান দিয়ে অলিদসহ আরও কয়েকজন যাচ্ছিল। এ সময় অলিদরা তাদের গায়ে বাজি পড়েছে বলে দাবি করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অলিদসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অলিদ মারা যায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।