যদি-কিন্তু-অথবা ছাড়া আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

0
20
হাসনাত আবদুল্লাহ

কোনোরকম যদি-কিন্তু-অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ দাবি জানান তিনি। এ পোস্টের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের ডাকও দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

পোস্টে তিনি লিখেছেন, যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

সমাবেশে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.