ম্যাজিক ফিগার থেকে অল্প দূরে ডোনাল্ড ট্রাম্প

0
6
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ২৪৮টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল কলেজ ভোট। সেই হিসেবে ম্যাজিক ফিগারে পৌঁছতে ট্রাম্পের আর ২৩টি ইলেক্টোরাল কলেজ ভোট প্রয়োজন। খবর আল জাজিরা।

এদিকে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজ্য দুইটিতে সমান সংখ্যক ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। এছাড়া বাকি ৫টি অঙ্গরাজ্যেও এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের জয় পাওয়া অঙ্গরাজ্যগুলো মধ্যে রয়েছে, টেক্সাস (৪০), ফ্লোরিডা (৩০), ওহাইও (১৭), টেনেসি (১১), ইন্ডিয়ানা (১১), মিজৌরি (১০), আলাবামা (৯), সাউথ ক্যারোলাইনা (৯), ওকলাহোমা (৭), কেন্টাকি (৮), লুজিয়ানা (৮), মিসিসিপি (৬), কানসাস (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৪), আইডাহো (৪), মন্টানা (৪), নর্থ ডাকোটা (৩), ওয়েমিং (৩)।

অন্যদিকে কমলা যেসব অঙ্গরাজ্যে জয় পেয়েছেন, তার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া (৫৪), নিউইয়র্ক (২৮), ইলিনয় (১৯), ওয়াশিংটন (১২), ম্যাসাচুসেটস (১১), মেরিল্যান্ড (১০), ডেলাওয়ার (৩) ও ভারমন্ট (৩)।

এখন পর্যন্ত গণনাকৃত ভোটের ৫১ দশমিক ১৬ শতাংশ ট্রাম্প ও ৪৭ দশমিক ৪১ শতাংশ কমালা পেয়েছেন। সংখ্যার হিসেবে ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৬৪ লাখ ৮৭ হাজার ৯০৩টি ভোট এবং কমালা পেয়েছেন ৬ কোটি ১৭ লাখ ২০ হাজার ৮৭৮টি ভোট।

প্রসঙ্গত, দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে। সেই রাজ্যগুলো হলো, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা। এই সাত রাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৯৩টি। তবে এবারের নির্বাচনে পেনসিলভানিয়া রাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.