চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে বৃষ্টি ভেজা জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার সিরিজ নিশ্চিত করার ম্যাচেও টস হেরে শুরুতে ব্যাট করবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে বাংলাদেশ ১৯.২ ওভার ব্যাটিং করার পর বৃষ্টি এসেছিল। দ্বিতীয় ম্যাচে টসের পরপরই চট্টগ্রামে শুরু হয় ঝড়-বৃষ্টি। ওই বৃষ্টি থামায় মাঠ কর্মীরা মাঠ পরিচর্যার কাজ শুরু করেন। প্রতি ইনিংসে ১৯ ওভারের ম্যাচ ৩.১৫ মিনিটে শুরুর কথা জানানো হয়। এরপর আবার বৃষ্টি নামায় ৩.৪০ মিনিটে ১৭ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
দ্বিতীয় এই টি-২০ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে চন্ডিকা হাথুরুসিংহের দল। দুই স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি মিরাজের সঙ্গে একাদশে আছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।
একাদশে আছেন তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। এছাড়া ব্যাটিং অর্ডারে শামিম পাটোয়ারি খেলছেন এই ম্যাচেও।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, শামিম হোসেন, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল র্স্টালিং, রস এডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, কার্টুস ক্যাম্পার, মার্ক এডায়ার, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইন।