মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, ২ অস্ত্রধারী নিহত

0
10
মোহাম্মদপুরে চারজন আটক। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই অস্ত্রধারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুর-বসিলা রোডের চাঁদ উদ্যান/৪০ ফিট এলাকার লাউতলায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে, মোহাম্মদপুর-বসিলা রোডের চাঁদ উদ্যান/৪০ ফিট এলাকার লাউতলায় এ গোলাগুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে বিকট গুলির শব্দ শোনা যায়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, রাজধানীর মোহাম্মদপুর থেকে যৌথবাহিনীর কাছে তথ্য আসে মোহাম্মদপুর-বসিলা রোডের চাঁদ উদ্যান/ ৪০ ফিট এলাকার লাউতলায় বেশ কয়েকজন অস্ত্রধারী বৈঠক করছে। এর প্রেক্ষিতে যৌথবাহিনী লাউতলায় গেলে অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এভাবে দুই থেকে তিন মিনিট গুলি বিনিময় হয়। এক পর্যায়ে পাঁচজন অস্ত্রধারী চিৎকার করে আত্মসমর্পণ করে। তাদের গ্রেপ্তার করার সময় দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। এ সময় অস্ত্রধারীদের কাছে একটি রিভলভার ও গুলি পাওয়া যায়। তবে এ ঘটনায় যৌথবাহিনীর কেউ গুলিবিদ্ধ হয়নি। এ সম্পর্কে বিস্তারিত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, বসিলায় যৌথবাহিনীর সঙ্গে অস্ত্রধারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.