মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে ৫৪ গুপ্তচর গ্রেপ্তার: আনাদোলু

0
70
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সদস্য

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার প্রদেশের প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা ‘শত্রুপক্ষের (ইসরায়েল) জন্য তথ্য সংগ্রহ ও সহায়তা, শাসনব্যবস্থার (তেহরানের) বিরুদ্ধে প্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন ও জনগণের মানসিকতা ক্ষতিগ্রস্ত করার’ মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হয়। এর পর থেকে একের পর এক হামলা ও পাল্টা হামলা চলছে। ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন। এ হিসাব দেশটির জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ)।

ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বলেছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৩২০ জনের বেশি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.