মোদির সৌজন্যে যেমন ছিল বাইডেনের নৈশভোজ

0
207
নৈশভোজের আয়োজন করেছিলেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এক নৈশভোজের আয়োজন করেছিলেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই নৈশভোজের আয়োজন করা হয়। এই আয়োজনে চারশ’র বেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়।

মোদির জন্য আয়োজিত এই নৈশভোজে বসেছিল চাঁদের হাট। ভারতীয় ধনকুবের ব্যবসায়ী মুকেশ আম্বানি, আনন্দ মাহিন্দ্রা থেকে শুরু করে গুগলের সিইও সুন্দর পিচাই, অ্যাপলের সিইও টিম কুক— কে না ছিলেন সেই নৈশভোজে।

হোয়াইট হাউসের দক্ষিণ লনে বিশেষ ভাবে সজ্জিত প্যাভিলিয়নে সেই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী যেহেতু নিরামিষ ভোজী তাই তার থাল সাজানো হয়েছিল বিশেষ বিশেষ নিরামিষ পদ দিয়ে। এছাড়া বিভিন্ন বিদেশি পদ রান্না হয়েছিল আমন্ত্রিত অতিথিদের জন্যও।

তালিকায় প্রথমেই যাঁদের নাম আসে, তাঁরা হলেন ভারতীয় ধনকুবের ব্যবসায়ী দম্পতি মুকেশ এবং নীতা আম্বানি। স্বামী মুকেশের হাত ধরে হোয়াইট হাউসে প্রবেশ করেন নীতা। সোনালি আইভরি শাড়ি পরে হোয়াইট হাউসে উপস্থিত সকলের নজর কাড়েন তিনি। অন্য দিকে, মুকেশকে কালো গলাবন্ধ কোর্ট পরে হোয়াইট হাউসে প্রবেশ করতে দেখা গিয়েছিল।

হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন ভারতীয় বিত্তশালী ব্যবসায়ী তথা মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। টুইটারে নৈশভোজের বেশ কিছু ছবি এবং ভিডিও তিনি শেয়ার করেন।

গুগল এবং মাইক্রোসফ্‌টের ভারতীয় বংশোদ্ভূত সিইও সুন্দর পিচাই এবং সত্য নাদ্দেলাও এই নৈশভোজের সমারোহে যোগ দিয়েছিলেন। সুন্দরের স্ত্রী অঞ্জলি পিচাই এবং সত্যের স্ত্রী অনু নাদ্দেলাও উপস্থিত ছিলেন তাঁদের স্বামীর সঙ্গে।

নৈশভোজ উপলক্ষে হোয়াইট হাউসে সস্ত্রীক উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপলের সিইও টিম কুক।

ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্টের স্ত্রী জিল বাইডেনের পলিসি ডিরেক্টর মালা আদিগা। ডাক পেয়েছিলেন ইউএস অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের ডিরেক্টর কিরণ আহুজা।

এ ছাড়াও আমেরিকার অনেক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট জনরা এই নৈশভোজে উপস্থিত ছিলেন।

মোদি নিরামিষভোজী হওয়ায় হোয়াইট হাউসের রাঁধুনিরা তাঁর জন্য একাধিক নিরামিষ পদ রান্না করেছিলেন। যাঁরা নিরামিষ ভোজী নন, সেই সব অতিথিদের জন্য বিভিন্ন ধরনের মাছের পদ রান্না হয়েছিল।

নৈশভোজে প্রথম পাতে ছিল ম্যারিনেটেড মিলেট এবং গ্রিল্‌ড কর্ন কার্নেল স্যালাড। ম্যারিনেটেড মিলেট আসলে বজরাকে নানা রকম উপকরণের সঙ্গে মেশানো একটি পদ। আর গ্রিল্‌ড কর্ন কার্নেল স্যালাড হল ভুট্টার কচিদানার শাঁস দিয়ে তৈরি স্যালাড।

এ ছাড়া তরমুজের তৈরি পদ কমপ্রেসড ওয়াটারমেলন এবং অ্যাভোকাডো দিয়ে তৈরি টক-ঝাল-মিষ্টি সস বা চাটনিও দেওয়া হয়েছিল অতিথিদের।

জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আমি এবং জিল নরেন্দ্র মোদির সঙ্গে সুন্দর সময় কাটিয়েছি। আজ রাতে আমরা ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের মহান বন্ধন উদযাপন করলাম।

এর উত্তরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমরা এখন একে অপরের নাম ঠিকভাবে বলতে পারি আর দু’জন দুজনের ইংরেজি উচ্চারণও ঠিকভাবে বুঝতে পারি। ভারতের শিশুরা এখন হ্যালোয়েনে স্পাইডারম্যান সাজে আর আমেরিকার তরুণরাও ‘নাটু নাটু’ গানের সাথে নাচে।

নৈশভোজ শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে আমেরিকার বেহালা বাদক জোসুয়া বেল অংশগ্রহণ করেন।

ভারতের প্রধানমন্ত্রী তিন দিনের আমেরিকা সফরে রয়েছেন। মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিমানে চেপে আমেরিকা পাড়ি দিয়েছিলেন তিনি।

আমেরিকার কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছিল বাইডেন সরকার। বৃহস্পতিবার সেই মঞ্চেই ভাষণ দিলেন তিনি। তাঁর বক্তৃতায় উঠে এল ভারত-আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে শুরু করে গণতন্ত্র, অর্থনীতি, পরিবেশ, সন্ত্রাসবাদ-সহ বিভিন্ন বিষয়।

প্রায় এক ঘণ্টার সেই ভাষণ শুনে মুগ্ধ আমেরিকার কংগ্রেসের নেতারা। মোদিকে সম্মান জানাতে আসন ছেড়ে উঠে দাঁড়ান ম্যাকার্থি। তাঁর দিকে এগিয়ে আসেন হাত মেলানোর জন্য।

আমেরিকার কংগ্রেসের যৌথ অধিবেশনে এটি ছিল মোদির দ্বিতীয় ভাষণ। সাত বছর আগে ২০১৬ সালের জুনে আমেরিকা গিয়ে যৌথ অধিবেশনে বক্তৃতা করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.