আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ না থাকায় বেশ সমালোচনা হচ্ছে। এরই মধ্যে এক দশকের রেকর্ড মূল্যস্ফীতির খবর এল। সমাপ্ত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৪ শতাংশে এসে ঠেকেছে। সোমবার দুপুরে ওয়েবসাইটে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো–বিবিএস।
প্রতিবেদনে দেখা যায়, খাদ্যপণ্যের চেয়ে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি তুলনামূলক বেশি। মাসটিতে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি দাঁড়ায় ৯ দশমিক ৯৬ শতাংশ। আর খাদ্যপণ্যে ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। গত মার্চ থেকেই এ প্রবণতায় এগুচ্ছে মূল্যস্ফীতি। সাধারণত খাদ্যপণ্যের চেয়ে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেশি থাকে।
সাম্প্রতিকালের প্রবণতা বিশ্লেষণে দেখা যায়, গ্রামের চেয়ে শহরে ম্যূল্যস্ফীতি বেশি। মে মাসে গ্রামের মূল্যস্ফীতি ছিল ৯ দশিমক ৮৫ শতাংশ– শহরে যা ৯ দশিমক ৯৭ শতাংশ। এক্ষেত্রেও গত মার্চ থেকে পরিবর্তন আসে।