মিয়ানমারে ভিন্নমতের জন্য জেলে থাকা ২১৫৩ জনের মুক্তি

0
119
ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী একটি বাসের পাশে স্বজনদের ভিড়। গত ১৭ এপ্রিলের ছবি- এএফপি।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাসোনে পূর্ণিমা দিবস উপলক্ষে দুই হাজার ১৫৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তারা সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করার ‘অপরাধে’ কারাবন্দি ছিলেন।

আজ বুধবার মিয়ানমারের জান্তা সরকার এসব কারাবন্দিকে ক্ষমা ঘোষণা করে। সামরিক জান্তা এক বিবৃতিতে বলেছে, কাসোনে পূর্ণিমা দিবস উপলক্ষে দণ্ডবিধি ৫০৫ (এ)-এর অধীনে সাজা ভোগ করা দুই হাজার ১৫৩ জন বন্দিকে ক্ষমা করা হয়েছে। খবর- ইরাবতি।

  • মিয়ানমারের সঙ্গে ‘বন্ধুত্বকে’ গুরুত্ব দেয় বেইজিং: চীনের পররাষ্ট্রমন্ত্রী

বিবৃতিতে আরও বলা হয়, সামরিক বাহিনী ‘মানুষের মনে শান্তি এবং মানবিক কারণে’ ক্ষমার আদেশ দিয়েছে। তবে যারা আবারও একই অপরাধ করবে তাদেরকে জরিমানাসহ বাকি সাজা ভোগ করতে হবে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে ভিন্নমতকে দমন করছে জান্তারা। একটি স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর মতে, সামরিক বাহিনী অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পরে ২১ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। এ জন্য যে আইন ব্যবহার করেছে তাতে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে অন্তত ১৭০ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, মিয়ানমারে সাধারণত জাতীয় ছুটির দিন এবং বৌদ্ধ উৎসব উপলক্ষে হাজার হাজার বন্দিকে সাধারণ ক্ষমা করা হয়ে থাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.