তাঁর পরিবারের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। মেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এমন স্বপ্ন তাঁর। ভর্তি পরীক্ষার জন্য মেয়েকে প্রস্তুত করতে হবে। একটা টিউশন এজেন্সি থেকে মেয়ের জন্য টিউটর নেন তিনি। তিনিও (টিউটর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নাম রিফাত। ভদ্রলোক রিফাতকে তাঁর মেয়ে ইরার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, তার ওপর ইরাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত করার দায়িত্ব দেন।
গল্পের সূত্র ইউটিউবে আসা একটি নাটক। দুই দিনে নাটকটির ভিউ ৪২ লাখ ছাড়িয়েছে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গল্প ভাবনায় নির্মিত হয়েছে নাটকটি। সেই গল্পে পর্দায় ইরা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীনেরই ছোট বোন মালাইকা চৌধুরী। আগে বিজ্ঞাপনচিত্র করলেও এ নাটকটি দিয়েই ছোট পর্দায় তাঁর অভিষেক হলো তাঁর। অপর দিকে রিফাত চরিত্রে দেখা গেছে জোভানকে।
ভিউয়ের পাশাপাশি ইউটিউবে মন্তব্যের ঘরে দুই দিনে ১০ হাজারের বেশি মন্তব্য পড়েছে। যেখানে নাটকটি সম্পর্কে দর্শক মতামত জানিয়েছেন। কী আছে এই নাটকে? বোনের গল্পে মালাইকা-ই বা কতটা আলো ছড়ালেন?
দুই বছর আগে গ্র্যাজুয়েশন শেষ করা বেকার যুবক রিফাতের সম্বল টিউশনি। ইরাকে পড়ানোর প্রস্তাব পেয়ে আনন্দিত হয় সে। কিন্তু প্রথম দিন থেকেই বিপত্তিতে পড়তে হয় তাকে। ইরা পড়তে চায় না। একেক দিন একেক অজুহাত দিয়ে কাটিয়ে যায়।
একদিন পাঁচ-ছয় মিনিট লেট হয়ে যাওয়ায় না পড়ে রিফাতকে ইরা ফিরিয়ে দেয়। ‘টিউশনি’র এ বিষয়গুলো সবারই কমবেশি পরিচিত, যা সহজেই দর্শককে আকর্ষণ করেছে।
একদিন টিউশনি থেকে ফিরে রান্নাঘরে ভাতের খোঁজে যায় রিফাত। ভাত না পেয়ে বন্ধু মাসুদকে ডাকে সে। মাসুদ ভাত খেয়ে ফেলেছে বলে রিফাতের কাছে জিজ্ঞেস করে, টিউশনিতে নাশতা করিসনি? তখন রিফাতের চোখে এক গভীর অসহায়ত্বের ছবি ফুটে ওঠে। ইরাকে পড়াতে গিয়ে মুখোমুখি হওয়া সমস্যাগুলোর কথা বন্ধুকে খুলে বলে।
মাসুদ পরামর্শ দেয়, ইরার সঙ্গে বন্ধুর মতো মিশে তাকে পড়ালেখায় মনোযোগী করে তুলতে। এটা করতে গিয়ে বাধে বিপত্তি, ইরা রিফাতের নামে একটা মিথ্যা অপবাদ দেয়। বিনা দোষে রিফাতের এই অপমানিত হওয়ার বিষয়টা নানা প্রশ্নের মুখে যেন দাঁড় করিয়ে দেয়।
উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া একজন তরুণীর চরিত্রকে নিজস্ব ভঙ্গি ও চঞ্চলতা দিয়ে ফুটিয়ে তুলেছেন মালাইকা। ইউটিউবে মন্তব্যের ঘরে মার্জিয়া সুলতানা নামে একজন লিখেছেন, ‘কণ্ঠ হুবহু মেহজাবিন আপুর মতো আর দেখতেও।
প্রথম নাটক হিসেবে বেশ ভালোই অভিনয় করেছেন। সুন্দর সাবলীল অভিনয় আর এই জুটিটাও বেশ লাগল।’ রাহুল দাশ নামে আরেক দর্শক লিখেছেন, ‘মেহজাবীনের নাটক জগতে জায়গা তার বোন নিয়েছে, অভিনন্দন মালাইকা।’ মালাইকার হাসির সঙ্গেও বোন মেহজাবীনের মিল খুঁজে পেয়েছেন অনেকে।
আচ্ছা, রিফাতের নামে ইরা কি অপবাদ দিয়েছিল? শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছিল ইরা? প্রশ্নগুলোর উত্তর জানতে দেখে নিতে পারেন ‘সন্ধিক্ষণ’ নাটকটি। চিত্রনাট্য ও নির্মাণ মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার, সোহাগ আলম প্রমুখ।
সৌমেন্দ্র গোস্বামী
ঢাকা