মেসি পারেননি রোনালদোর রেকর্ড ভাঙতে, ভিনিসিয়ুস–ভালভের্দে কি পারবেন

0
9
ভিনিসিয়ুস জুনিয়র ও ফেদেরিকো ভালভের্দে, ছবি: ফেসবুক

ফিফা ক্লাব বিশ্বকাপ শুরুর আগে মনে হচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডটি হয়তো পেছনেই ফেলবেন লিওনেল মেসি।

২ গোল পেলেই ক্লাব বিশ্বকাপে রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছুঁয়ে ফেলতেন মেসি এবং ৩ গোলে ছাড়িয়ে যেতেন। ছন্দে থাকা মেসির জন্য কাজটা কঠিন কিছু ছিল না। কিন্তু ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড শেষ পর্যন্ত অধরাই থেকে গেল ৩৮ বছর বয়সী মেসির।

পিএসজির কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায়ের আগে ৪ ম্যাচে মাত্র ১ গোল পেয়েছেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসি। ফলে শীর্ষে গোলের তালিকায় সম্মিলিতভাবে দুইয়ে উঠে এলেও সিংহাসনটি রোনালদোরই থেকে গেছে। ৯ ম্যাচে মেসির গোল ৬টি আর রোনালদোর ৮ ম্যাচে ৭টি।

এবারের ক্লাব বিশ্বকাপে মাত্র এক গোল করেছেন মেসি
এবারের ক্লাব বিশ্বকাপে মাত্র এক গোল করেছেন মেসি, ছবি: রয়টার্স

শুধু মেসিরই নয়, রোনালদোর এই রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ ছিল লুইস সুয়ারেজেরও। ইন্টার মায়ামির উরুগুইয়ান তারকাও তাঁর সতীর্থ মেসির মতো ৫ গোল নিয়ে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত ৬ গোলেই থেমে গেছেন।

সুয়ারেজ অবশ্য মেসির চেয়ে কম ম্যাচ খেলেছেন। সুয়ারেজ ৬ ম্যাচে করেছেন ৬ গোল। মেসি ও সুয়ারেজ ছাড়া ৬ গোল করা অন্যরা হলেন করিম বেনজেমা ও গ্যারেথ বেল। বেনজেমা ১১ ম্যাচে এবং বেল ৬ ম্যাচে করেছেন ৬ গোল।

রোনালদোর রেকর্ড ভাঙার দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে থাকা নামটি হলো ফেদেরিকো ভালভের্দে। রিয়াল মাদ্রিদের এই উরুগুইয়ান মিডফিল্ডার ৫ ম্যাচে ৫ গোল করেছেন।

ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ক্রিস্টিয়ানো রোনালদোর
ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ক্রিস্টিয়ানো রোনালদোর, ছবি: ফিফা

স্প্যানিশ ক্লাবটি এই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত গেলে কে জানে ভালভের্দে হয়তো রেকর্ডটি নিজেরও করে নিতে পারেন। সে জন্য আরও ৩ গোল চাই ভালভের্দের।

এবারের আসরে পাচুকার বিপক্ষে ১টি গোলসহ সালেম আল দাউয়াসারিও করেছেন ৫ গোল। তাঁর দল আল হিলাল কোয়ার্টার ফাইনালে গেলেও দাউয়াসারি এরই মধ্যে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন। যে কারণে রোনালদোর রেকর্ড ভাঙার আপাতত কোনো সুযোগ নেই তাঁর।

৪ গোল করা ফুটবলারদের মধ্যে দারুণ কিছু করে রোনালদোর রেকর্ড ভাঙার সুযোগ আছে রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র এবং মন্তেরইয়ের সের্হিও রামোসের।

রিয়াল মাদ্রিদের অনুশীলনে ভিনিসিয়ুস (ডানে) ও ভালভের্দে
রিয়াল মাদ্রিদের অনুশীলনে ভিনিসিয়ুস (ডানে) ও ভালভের্দে, ছবি: এএফপি

আজ রাতে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবেন ভিনিসিয়ুস ও ভালভের্দে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ রাত একটায় রিয়ালের প্রতিপক্ষ জুভেন্টাস। আগামীকাল সকালে শেষ ষোলোয় বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে রামোসের মন্তেরই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.