মেসির জাদুকরী গোল, ঘুরে দাঁড়িয়ে হার এড়াল মায়ামি

0
13
মেসির গোল রয়টার্স

মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন ম্যাচ জয়হীন থেকে বেশ চাপে ছিল ইন্টার মায়ামি। চাপ দূর করতে আজ ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচটিকে পাখির চোখ করেছিল তারা। লিওনেল মেসিও বলেছিলেন, কঠিন সময়ে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়ানোর কথা, নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার কথা। কিন্তু মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আজ হারতে থাকা ম্যাচে কোনো রকমে ৩-৩ গোলে ড্র করেছে তারা।

ফিলাডেলফিয়ার মাঠ সুবারো পার্কে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি। এরপর ৮৬ মিনিট পর্যন্ত মায়ামি পিছিয়ে ছিল ৩-১ গোলে। এমন পরিস্থিতিতে দলটি যখন আরেকটি হারের শঙ্কায় কাঁপছিল তখনই এগিয়ে আসেন মেসি।

দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে ৮৭ মিনিটে মায়ামির হয়ে ব্যবধান ৩-২ করেন আর্জেন্টাইন মহাতারকা। বক্সের কিছুটা বাইরে থেকে মানবদেয়াল এড়িয়ে বাঁ পাশের কোনো ঘেঁষে মেসির নেওয়া শটটি ফিলাডেলফিয়া গোলরক্ষক ভিনসেন্ট রিকের হাত লেগেই জালে জড়ায়।

মেসির এই গোলের পর নতুন করে উজ্জীবিত হয়ে উঠে মায়ামি এবং যার ফলও পায় তারা। যোগ করা সময়ের শেষ দিকে তেলাসকো সেগোভিয়ার গোলে সমতা ফেরায় মায়ামি। শেষ মুহূর্তের এই গোলে হারতে থাকা ম্যাচটিতে ঘুরে দাঁড়িয়ে ৩-৩ ব্যবধানে ড্র করে ফ্লোরিডার ক্লাবটি।

ঘুরে দাঁড়িয়ে হার এড়ালেও এই ফল মেসিদের জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই এখন জয়হীন মায়ামি। এই ৮ ম্যাচে সব মিলিয়ে দলটি গোল হজম করেছে ২৩টি।

মেসির গোল উদ্‌যাপন, রয়টার্স

এমনকি এমএলএসেও এখন টানা চার ম্যাচে জয়হীন মায়ামি। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় মায়ামির অবস্থান ৬ নম্বরে। ১৪ ম্যাচে ৬ জয়, ৫ ড্র ও ৩ হারে দলটির পয়েন্ট এখন ২৩। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩০।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.