ইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েল

0
59
ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকার ওই বাড়িটি ধ্বংসের খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে দখলদার সেনারা প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন বা পিএলওর প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করেছে।

বিজ্ঞপ্তিতে ফিলিস্তিনের সংস্কৃতিমন্ত্রী আতিফ আবু সাঈফ বলেছেন, ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং সংগ্রামের প্রতীক মুছে ফেলার লক্ষ্যেই বাড়িটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় আরও জানায়, ওই বাড়িতে ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত বসবাস করেছেন ইয়াসির আরাফাত। সেখানে তার ব্যক্তিগত ও পারিবারিক অনেক জিনিসপত্র ছিল। শুধু তাই নয়, গাজায় তার উপস্থিতির সময় ফিলিস্তিনি জনগণের ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়ে আছে বাড়িটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.