‘লেডি সিংঘম’ আসছেন

0
119
রোহিতের আগামী ছবিতে সম্পূর্ণ নতুন পরিচয়ে আসতে চলেছেন দীপিকা, ছবি : এএফপি

দীপিকা পাড়ুেকান

দীপিকা পাড়ুেকান
ছবি : এএফপি

শেষ ‘চেন্নাই এক্সপ্রেস’-এ দীপিকাকে কমেডি ড্রামাভিত্তিক ছবিতে দেখা গেছে। আবার কবে তাঁকে কমেডি ছবিতে দেখা যাবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় কমেডি সবচেয়ে কঠিন ঘরানা। নিশ্চয়ই আগামী দিনে কমেডি ছবি করতে চাইব। আমাদের দেশে একটা মানুষই একদম যথাযথ কমেডি ছবি বানাতেন পারে, তিনি হলেন রোহিত। ওপরওয়ালা যদি চান, আমরা নিশ্চয়ই আবার একসঙ্গে কাজ করব।’

রোহিত শেঠি, দীপিকা পাড়ুেকান ও রণবীর সিং

রোহিত শেঠি, দীপিকা পাড়ুেকান ও রণবীর সিং
ছবি : এএফপি

‘চেন্নাই এক্সপ্রেস’ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘আমার মনে হয় আমার অভিনীত সবচেয়ে কালজয়ী চরিত্রের একটি “মীনাম্মা”। তবে শুধু আমার ফিল্মোগ্রাফিতে নয়, সিনেমার ফিল্মোগ্রাফিতে চরিত্রটিকে কালজয়ী বলতে পারি। “চেন্নাই এক্সপ্রেস” ছবির সেটে আমার যে রকম অনুভূতি ছিল, এই ছবির সেটে পা রাখার সময় তেমনই অনুভব করেছিলাম। এই গান আমার ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির নানান সুন্দর স্মৃতিকে উসকে দিয়েছিল।’

অনুষ্ঠানে ফুরফুরে মেজাজে রণবীর

অনুষ্ঠানে ফুরফুরে মেজাজে রণবীর
ছবি : এএফপি

‘কারেন্ট লাগা রে’ গানে রণবীরের সঙ্গে রসায়ন প্রসঙ্গে দীপিকা বলেন, ‘আমাদের সামনে যখন ক্যামেরা থাকে, আমাদের মাথায় তখন শুধু নিজেদের চরিত্রটাই থাকে। মাথায় থাকে না, আমরা স্বামী-স্ত্রী। আর অন্য দিকগুলো হলো, একে অপরের প্রতি আস্থা আর আনন্দ। আমরা একসঙ্গে এলে এই সবকিছু পর্দায় ফুটে ওঠে।’ এই বলিউড নায়িকা আরও বলেন, ‘আমি খুবই ভাগ্যবতী যে রণবীরকে পেয়েছি। কারণ, অভিনেতারা সব সময় সহ–অভিনেতাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাই আপনার সহ–অভিনেতার প্রতি আস্থা থাকা খুব জরুরি। আমরা দুজন একে অপরকে ছাপিয়ে না গিয়ে, চরিত্র হিসেবে কাজ করেছি। আমরা দুজনই উপভোগ করেছি।’

রনবীর ও দীপিকা

রনবীর ও দীপিকা
ছবি : এএফপি

২৩ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘সার্কাস’। এই আপাদমস্তক কমেডি ছবির নায়ক রণবীর সিং আর দুই নায়িকা হলেন পূজা হেগড়ে আর জ্যাকুলিন ফার্নান্দেজ। আর আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে দীপিকা অভিনীত ছবি ‘পাঠান’। এই ছবিতে আবার শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.