মেট্রোরেলে একদিনে রেকর্ড ৪ লক্ষাধিক যাত্রী পরিবহন

0
16
মেট্রোরেল

একদিনে ৪ লাখ যাত্রী পরিবহনের মাইলফলক অর্জন করেছে মেট্রোরেল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল জানায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল যাত্রীসেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে। এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে সম্পৃক্ত সবার পাশাপাশি সব যাত্রী, শুভানুধ্যায়ী ও অংশীজনদের ধন্যবাদ জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে নতুন এই অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ দেয়ায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

ডিএমটিসিএল আরও জানায়, সম্মানিত মেট্রোযাত্রীদের সেবায় আমরা নিবেদিত। আগামীর পথচলায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.