মুষলধারে বৃষ্টির পরও সুষ্ঠুভাবে ঈদের জামাত সম্পন্ন হয়েছে: মেয়র তাপস

0
100

পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার কারণে মুষলধারে বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে সুষ্ঠুভাবে ঈদের জামাত আদায় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ভবিষ্যতেও একইভাবে প্রস্তুতি নেওয়া হবে, যাতে তুমুল বৃষ্টি হলেও ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের কোনো অসুবিধা না হয়।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘অত্যন্ত সুষ্ঠুভাবে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। এই প্রতিকূল আবহাওয়ায় আমরা সুষ্ঠু পরিবেশ রাখতে সক্ষম হয়েছি। অনেক মুসল্লি উপস্থিত হতে পেরেছেন। অনেকে আসতে পারেননি বৃষ্টির কারণে। এরপরও যাঁরা, এসেছেন তাঁদের অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন।’

কোরবানির পশুর বর্জ্য অপসারণের বিষয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘কোরবানির ঈদ, তথা ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে আমাদের দুই সিটির ব্যাপক কর্মযজ্ঞ থাকে। আমরা ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে। গতবারও যেভাবে সফল হয়েছি, এবার আরও বেশি সুফল দিতে পারব।’

ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস
ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস

সাড়ে তিন শতাধিক যান ও যন্ত্রপাতি বর্জ্য পরিবহনের কাজে নিয়োজিত থাকবে জানিয়ে মেয়র শেখ তাপস বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্থা থেকেও গাড়ি ও যন্ত্রপাতি আনা হয়েছে। প্রায় ১০ হাজার জনবল বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ইতিমধ্যে নিয়ন্ত্রণ কার্যক্রম আরম্ভ হয়েছে। আমরা আশাবাদী, গতবারের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে।’

দুই দিনের মধ্যেই কোরবানি সম্পন্ন করতে আবারও নগরবাসীর কাছে আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। তিনি বলেন, ‘দুই দিনের মধ্যেই যেন পশু জবাইয়ের কাজ শেষ হয়। কোনোভাবেই তৃতীয় দিন পর্যন্ত এটা যাতে না নেওয়া হয়। সে বিষয়ে সবার কাছে বিনীত নিবেদন করব।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.