মিরপুর টেস্ট: শততম টেস্টে সেঞ্চুরি, ইতিহাস গড়ে ফিরলেন মুশফিক

0
16
সেঞ্চুরির পর মুশফিক

ফিরলেন মুশফিক

এমন একটি বলেরই হয়তো দরকার ছিল!

বাঁহাতি স্পিনার হামফ্রিসের বলটি অতিরিক্ত বাউন্সের সঙ্গে টার্নও করে। সেটি আর সামলাতে পারেননি মুশফিক। ব্যাট ছুঁয়ে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা ফিল্ডার বলবার্নির হাতে। এক হাতে দারুণ ক্যাচ নিয়েছেন তিনি। মুশফিক আউট হয়েছেন ১০৬ রান করে।

আউট হওয়ার আগেই ইতিহাস গড়েছেন মুশফিক। আউট হওয়ার পর আইরিশ খেলোয়াড়রা তাঁর সঙ্গে হাত মিলিয়ে অভিবাদনও জানিয়েছেন।

লিটনের ফিফটি ও শতরানের জুটি

বাংলাদেশ ১ম ইনিংস: ৯৭ ওভারে ৩০৯/৪

মুশফিকের সেঞ্চুরির পরপরই ফিফটি পেয়েছেন লিটন দাস। টেস্টে এটি লিটনের ২০তম ফিফটি। দুজনে মিলে গড়েছেন ১০৭ রানের অবিচ্ছিন্ন জুটি।

মুশফিকের সেঞ্চুরিতে খুশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম
মুশফিকের সেঞ্চুরিতে খুশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম

মুশফিক ১১তম

মুশফিকের আগে যারা শততম টেস্টে সেঞ্চুরি করেছেন

মুশফিকের ইতিহাস

শততম ম্যাচটা সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক। সেই সঙ্গে রাঙালেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সকালও! সমর্থকদের মধ্যে যারা মাঠে আছেন তারা হয়তো একটু বেশিই ভাগ্যবান। মুহূর্তটা ক্যামেরাবন্দী করতে পেরেছেন নিজের ফোনেই। টেলিভিশনের পর্দা ও মোবাইল স্ক্রিনে চোখ রাখা সমর্থকদের তো এই সুযোগ নেই!

সেঞ্চুরির পর মুশফিক
সেঞ্চুরির পর মুশফিক

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিক। মাইলফলক ছোঁয়ার ম্যাচটা এর চেয়ে ভালো করে কীভাবে উদযাপন করা যেত! ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আজ হামফ্রিসের করা দিনের প্রথম ওভারটিতে কোনো রান নিতে পারেননি। তবে পরের ওভারে পেসার জর্ডান নিলের করা ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে মাইলফলকে পৌঁছান মুশফিক।

বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মুশফিক। টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরির এটি ১২তম ঘটনা। কিংবদন্তি রিকি পন্টিং তাঁর শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.