ঢাকা টেস্টে আগে ব্যাট করতে নেমে ৪৭৬ রান তুলেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসেও দাপট দেখিয়েছে টাইগাররা। ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। এতে ৫০৯ রানের বড় লক্ষ্য পেয়েছে আয়ারল্যান্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে উইকেট না হারিয়ে আইরিশদের সংগ্রহ ১৮ রান। অ্যান্ডি বালবির্নি ৯ রান এবং পল স্ট্রালিং ৫ রানে ব্যাট করছেন। টাইগারদের থেকে ৪৯১ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
শনিবার (২২ নভেম্বর) চতুর্থদিনে ব্যক্তিগত খাতায় ৯ রান যোগ করে বিদায় নিয়েছেন। স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের গুড লেংথের বল মিস করে এলবিডব্লিউ হন এ ওপেনার। ১১৯ বলে ৭ চারের মারে সাজানো ছিল তার ৭৮ রানের ইনিংসটি।
২২ রানের জন্য সেঞ্চুরি পূরণ করতে পারলেন না তিনি। এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে আউট হয়েছিলেন ৮০ রান করে। ওই ম্যাচে এক ইনিংসই ব্যাট করেছিল বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৫ রান করেছিলেন সাদমান।
এদিকে সাদমানের বিদায়ের পর ক্রিজে নেমে থিতু হতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ৫ বলে ১ রান করে জর্ডান নেইলের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্রথম ইনিংসেও ব্যর্থ ছিলেন টাইগার অধিনায়ক। ১১ বলে করেছিলেন ৮ রান।
ক্রিজে অপরাজিত থাকা মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছেন শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম। ৭৬ বলে ফিফটি তুলে নেন মুমিনুল। লাঞ্চ বিরতির পর ফিফটি তুলে নেন মুশফিকও। এরপরই ৮৭ রানে মুমিনুল আউট হলে ৫০৯ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
















