মিরপুরে আলু-পেঁয়াজের বাজারে ভোক্তার অভিযান, জরিমানা

0
19
মিরপুরে আলু-পেঁয়াজের বাজারে অভিযান,

আলু ও পেঁয়াজের বাজার তদারকিতে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মোবাইল টিম। শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আলু-পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান চালান কর্মকর্তারা।

এসময় বাড়তি দামে বিক্রি, ক্রয়বিক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন আলু ব্যাবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে আলু পেঁয়াজের পাইকারি বাজারে কয়েক ব্যবসায়ীকে সতর্ক বার্তাও দেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।

অভিযান পরিচালনা করা সহকারি পরিচালক আবদুস সালাম জানান, বাজার তদারকির এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে। দাম বাড়ার বিস্তারিত তথ্য সংগ্রহ করে অধিদফতরে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথাও জানান তিনি। বলেন, পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয়বিক্রয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই সাধারণ মানুষ সুফল পাবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.