মিরপুরে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই টেস্টে স্পিন ট্রাকে খেলেছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানকে স্বাগতিকরা আতিথেয়তা দিতে যাচ্ছে সবুজ ঘাসের উইকেটে। ২০১৯ সালের দুঃস্মৃতি যেন আর ফিরে না আসে, সেজন্যই হয়তো নিজেদের ঘরের সুবিধার বদলে সবুজ উইকেট বানিয়েছে। সেবার স্পিন ট্রাক বানিয়েও হেরেছিল সাকিবরা।
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ক্রিকেট। সবুজ পিচের কল্যাণে মিরপুরের পিচে সুবিধা পাবে পেসাররা। আফগানদের বিপক্ষে এই পিচে এবাদত-তাসকিনরা গতির ঝড় তুলবে তা অনুমেয় করে রেখেছেন হাথুরু। তা ভেবেই হয়তো আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য স্কোয়াডে পাঁচ পেসারকে রেখেছেন নির্বাচকরা।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আমাদের পেস ইউনিট এখন অনেক শক্তিশালী। আমাদের এখন ৭-৮ জন পেসার আছে যারা যে কোন সময় একাদশে সুযোগ পেতে পারে। এ টেস্টে চাইলেই আমরা চার পেসার খেলাতে পারি।’
তবে উইকেটে যে কেবল পেসাররা সুবিধা পাবে এমন নয়। হাথুরুসিংহে জানালেন ম্যাচ গড়ালে স্পিনাররাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন, ‘গত কদিন বৃষ্টি হয়েছে এজন্যও সবুজ। আমি এখানে আগেও সবুজ উইকেট দেখেছি। আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেট ছিল। আগের প্রশ্নের প্রাসঙ্গিকতা ধরে বলছি আমাদের পেসার আছে। এজন্য তাদের এমন কন্ডিশন দিয়েছি। আমাদের ভালো স্পিনারও আছে।’