মিয়ানমারের ৫৬ নাগরিকের অনুপ্রবেশ

0
11
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৫৬ নাগরিক অনুপ্রবেশ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৫৬ নাগরিক অনুপ্রবেশ করেছে। তারা বর্তমানে কক্সবাজারের উখিয়ার কুতুপালংস্থ হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় জড়ো হয়ে আছেন।
 
সোমবার (১৮ নভেম্বর) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, সকালে মিয়ানমারের ৫৬ নাগরিক অনুপ্রবেশ করেছে। এর মধ্যে চাকমা, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষ রয়েছেন। বিষয়টি উধ্বর্তন মহলকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে পরে জানানো হবে। পালিয়ে অনুপ্রবেশ করা ব্যক্তিরা বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে সেখানে। প্রাণ বাঁচাতে এপারে পালিয়ে এসেছে তারা। তারা সেখানে কৃষি এবং জুম চাষ করে জীবনধারণ করতেন।
 
উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, জড়ো হয়ে থাকা মিয়ানমারের নাগরিকদের বিজিবির পাশাপাশি পুলিশও নিরাপত্তা দিচ্ছে। উপজেলা প্রশাসন ও বিজিবি এদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে।
 
বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে। এব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। কতজন পরে জানানো হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.