মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজার মোড়ে অবস্থান

0
6
৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা
৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রাজধানীতে অবস্থান নিয়েছেন।
 
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে কারওয়ান বাজার মোড়ে তারা অবস্থান নেন।
 
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সার্ক ফোয়ারা এলাকায় অবস্থান নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
 
এ সময় সজিব নামে মালয়েশিয়া যেতে না পারা এক কর্মী বলেন, ৫ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি। আমরা ড. ইউনূসের সাক্ষাৎ চাই।
 
তিনি আরও বলেন, আমরা ঋণ করে চলছি। পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে এই জানুয়ারি মাসে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।
 
এ বিষয়ে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
 
তিনি আরও বলেন, আমাদের আরও কর্মী আসছে। কিছুক্ষণ পর আমরা সড়ক অবরোধ করবো।
 
এর আগে, সোমবার (২০ জানুয়া‌রি) আজকের এই অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.