মালয়েশিয়ায় মানব পাচার চক্রের ৪ হোতা গ্রেফতার, উদ্ধার ১১ বাংলাদেশি

0
10
ইমিগ্রেসন

মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এ সময় চক্রের কবল থেকে ১১ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। তাদের পাচার করার প্রস্তুতি চলছিল।

শনিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

তিনি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুর চেরাসের তিনটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চক্রের হোতা ৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। তাদের সবার বয়স ৩৫ থেকে ৩৮ বছর। গ্রেফতার পুরুষ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর আটক নারীর আরও তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, চক্রের কবল থেকে ১১ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এর পাশাপাশি ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ২০টি মোবাইল ফোন, ৮০০ মালয়েশিয়ান রিঙ্গিত, ৮০০ মার্কিন ডলার এবং ২টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

দাতুক জাকারিয়া শাবান আরও জানান, চক্রটি কাজের লোভ দেখিয়ে তারা বাংলাদেশিদের মালয়েশিয়ায় আনতে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার রিঙ্গিত আদায় করত। চক্রটি পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিটের সব ব্যবস্থা করে বাংলাদেশিদের পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করাত।

আহমাদুল কবির, মালয়েশিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.