মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ গ্রেফতার ১৮

0
9
মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে গ্রেফতার বাংলাদেশি

মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে একজন বাংলাদেশিসহ ১৮ জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৫ ফেব্রুয়ারি) জোহর বাহরু রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ইমিগ্রেশন বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজ্যের কাম্পুং মাজিদি এবং তামান আবাদ এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে বাংলাদেশিসহ ১৮ জন ভিক্ষুককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিরিয়ার চারজন করে নাগরিক এবং বাংলাদেশ ও পাকিস্তানের দুইজন নাগরিক রয়েছেন। যাদের বয়স ৪০ থেকে ৬৯ বছরের মধ্যে।

রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুসদি বলেন, জনসাধারণের সহানুভূতি অর্জনের জন্য ভিক্ষুকরা তাদের শরীরের বিকৃতি প্রদর্শন করে। ভিক্ষুকরা প্রতিদিন গড়ে ৬০০ রিঙ্গিত পর্যন্ত আয় করে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তাদের রাজ্যের সেতিয়া ট্রপিকার ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

আহমাদুল কবির, মালয়েশিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.