মালয়েশিয়ান শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, চাকরি হারালেন বাকৃবি অধ্যাপক

0
14
অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদ

মালয়েশিয়ান শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদকে চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার (সংস্থাপন) স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য জানানো হয়।

আদেশনামায় উল্লেখ করা হয়, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদের বিরুদ্ধে মালয়েশিয়ান ছাত্রীর ওপর যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে বিগত ১৪-১০-২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি অধিবেশনে গৃহীত সিদ্ধান্তানুসারে তার অনুকূলে প্রেরিত চার্জশিটের দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় বিগত ৩০-১২-২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশনে গৃহীত ১ এর (v) নং সিদ্ধান্ত মোতাবেক তাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) হ্যান্ডবুকের ৪ (১) (এফ) নং ধারা অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি হইতে অপসারণ (Removal from service) করা হল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.