মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে লাশের খবর দিলো কে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

0
31
সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিবির-ছাত্রদল তান্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি সংগৃহীত
ছাত্র আন্দোলনের নামে শিবির ও ছাত্রদল তাণ্ডব চালিয়ে দেশের সম্পদ নষ্ট করেছে, এ অবস্থায় তাদের রুখতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (জুলাই ২৪) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটরস গিল্ডসের উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও হেড অব নিউজ এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার আশপাশে সারা দেশ থেকে শিবির ও ছাত্রদলের ক্যাডাররা এসে আশ্রয় নিয়েছিল। ছাত্র আন্দোলনে লাশ পড়ার আগেই স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য চলে এলো যে, লাশ পড়ে গেছে। লাশের খবর দিলো কে তাদের? লাশ ফেলার নির্দেশটা কে দিলো? যারা আজ দেশের সর্বনাশটা করলো, তারা গণমানুষের জন্য বানানো সব স্থাপনায় আঘাত করলো। ক্ষতি হলো জনগণের। তাই জনগণকেই এই জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সোচ্চার হতে হবে।’
মানুষের জন্য কাজ করে যাবেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘স্বাধীনতা এনেছি আমরা, এটা তো বৃথা যেতে পারে না। যতক্ষণ আছি, ততক্ষণ মানুষের যাতে কষ্ট না হয়, তার জন্য যা যা করণীয় আমি করবো। তাতে কে গালি দিলো আর সুনাম করলো, ওইটা নিয়ে আমি চিন্তা করি না। আমি চাই দেশের মানুষ ভালো থাকুক।’
 
এ সময় গণমাধ্যমকর্মীদের খবর প্রচারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সুফল পেয়েছে মানুষ, এবার কুফলটা পেল। মানুষকে দোষ দেইনা আমি। মিথ্যাচারের হাত থেকে দেশকে রক্ষায়, মানুষ যাতে সঠিক সংবাদ জানতে পারে, সেভাবেই সংবাদ পরিবেশন করুন আপনারা।’

দেবাশীষ রায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.