মার্কিন রণতরিতে হামলা চালানোর দাবি হুতিদের

0
13
যুক্তরাষ্ট্রের রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যান, ফাইল ছবি: রয়টার্স

লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা। হুতিদের এক মুখপাত্র দাবি করেছেন, তাঁদের যোদ্ধারা মার্কিন রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যানেও হামলা করেছেন।

এ ছাড়া হুতিরা তেল আবিবে ইসরায়েলের একাধিক সামরিক ক্ষেত্রে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর দাবিও করেছে।

ওই মুখপাত্র বলেছেন, হুতিরা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেওয়া অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির জবাব উত্তেজনা বৃদ্ধির মাধ্যমেই দেওয়া দেবে।

হুতির মুখপাত্র আরও বলেন, হুতিরা ইয়েমেনের কৌশলগত জলসীমায় ইসরায়েলি নৌযান চলাচলে বাধা সৃষ্টি অব্যাহত রাখবে। যত দিন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়া না হবে, তত দিন পর্যন্ত হুতিরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।

চলতি মাসের মাঝামাঝি থেকে হুতিদের নিশানা করে ইয়েমেনে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

ইয়েমেনের রাজধানী সানা এবং এর আশপাশের এলাকায় নতুন করে হামলার খবর জানিয়েছে হুতি–সংশ্লিষ্ট টেলিভিশন আল মাসিরাহ। সাদা প্রদেশের আল সালেমেও হামলা হয়েছে।

টেলিভিশন চ্যানেলটির খবরে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় সাদা প্রদেশে যুক্তরাষ্ট্র অন্তত ১৭ বার বিমান হামলা চালিয়েছে।

আল জাজিরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.