যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে অন্যতম দিন ২০২১ সালের ৬ জানুয়ারি। ওই দিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জয় ঠেকিয়ে দিতে কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালিয়েছিলেন। ট্রাম্প স্বীকার করেছেন, ওই ফল বদলে দেওয়ার সিদ্ধান্ত তাঁরই ছিল। গত রোববার এনবিসি টেলিভিশনের অনুষ্ঠান মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি আবারও দাবি করেছেন, ওই নির্বাচনে কারচুপি হয়েছিল। তবে অনেকেই তাঁকে বলেছিলেন, নির্বাচনে কোনো কারচুপি হয়নি।
এ প্রসঙ্গ ওই অনুষ্ঠানের উপস্থাপকের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনি কি জানেন, এই বিষয়ে আমি কার কথা শুনেছিলাম? নিজের কথা। আমি দেখেছি, কী ঘটেছিল।’
ওই নির্বাচনের ফল বদলে দিতে গিয়ে বেশ বিপাকেই পড়েছেন ট্রাম্প। জর্জিয়ার ফল বদলে দেওয়ার চেষ্টা তিনিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ মামলায় গ্রেপ্তারও হয়েছেন তিনি।