দক্ষিণ ক্যারোলিনার গভর্নর নিকি হ্যালি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তিনি এ ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক ভিডিও বার্তায় জাতিসংঘের সাবেক মার্কিন দূত এবং দক্ষিণ ক্যারোলাইনার দুই মেয়াদের গভর্নর নিকি হ্যালি বলেন, ‘আমি নিকি হ্যালি। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। দলের কাছে এ বিষয়ে একটি ইমেলও পাঠিয়েছি।’
নিকি হ্যালি আরও বলেন, ‘নতুন প্রজন্মের জন্য নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এটিই সেরা সময়। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করা এবং আমাদের দেশ, আমাদের গর্ব এবং আমাদের উদ্দেশ্যকে আরও শক্তিশালী করার এটাই সেরা সময়।’
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘চীন ও রাশিয়া দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আমাদের মাড়িয়ে এগিয়ে যেতে চায়। তারা আমাদের ধমকিয়ে, লাথি মেরে দমন করতে চায়। কিন্তু সবার জানা উচিত। আমি কারাও হুশিয়ারি মেনে নেব না। পাল্টা জবাব দিয়ে সামনে এগিয়ে যাওয়া আমার কাজ। কারণ আপনি যখন কারও হুমকিতে ভয় পাবেন তখনই অন্যরা আপনাকে চেপে ধরবে। ভয় পেলে আপনাকে বেশি বেশি ক্ষতি করতে থাকবে।’
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে একটি বক্তৃতায় তার প্রচারের পরিকল্পনাগুলি তুলে ধরবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, নিকি হ্যালি দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর যিনি জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন। হ্যালির এর ঘোষণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈরিতা সৃষ্টি হতে পারে। কারণ গত নভেম্বরে ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন দক্ষিণ ক্যারোলাইনার এই ৫১ বছর বয়সী সাবেক গভর্নর। আগামী সপ্তাহ এবং মাসগুলিতে তাদের মধ্যেকার লড়াই জমে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, দক্ষিণ ক্যারোলিনার মার্কিন সিনেটর টিম স্কট, নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু এবং আরকানসাসের সাবেক গভর্নর আসা হাচিনসন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে লড়াই করার আভাস দিয়েছেন।